shanto tech bd: বর্তমানে সময়ে আমাদের দৈনন্দিন জীবনে ইউটিউবের চাহিদা অনেক। এখনকার প্রযুক্তির সময়ে সারা বিশ্বে লক্ষ লক্ষ ইউটিউবার আছে তা বলার মত না। যখন আমাদের কোন ভিডিও দেখতে ইচ্ছে করে তখন বিনা সময় নষ্ট করে ইউটিউবে প্রবেশ করে সার্চ বারে সার্চ করা মাত্র নিজের পছন্দের ভিডিওটি নিজের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটারে চলে আসতেছে।
একুশ শতাব্দীতে গোটা দুনিয়া জুড়ে চলছে ইন্টারনেটের Revolution। নতুন নতুন সফটওয়্যার, এপস, ওয়েবসাইট নিয়ে এসেছে গোটা বিশ্বের তথ্য। এরমধ্যে YouTube অনেক বড় ভূমিকা পালন করে। আজকের সময়ে কোটিকোটি মানুষ ইউটিউব এ ভিডিও দেখে, এই জন্য অনেক লোকের YouTube এ চ্যানেল খুলে আয় করার রাস্তা খুলেছে। আপনিও যদি অনলাইন থেকে আয় পেতে চান তাহলে ইউটিউব চ্যানেল খোলা একটি লাভজনক আইডিয়া । তবে হ্যাঁ বর্তমান সময়ে অনেকেই আছেন যারা এই সব বিষয়ে কিছুই জানে না এবং নতুন ইউটিউব চ্যানেল কীভাবে খুলবে তা সম্পর্কে কোন জ্ঞাত নেই ।
চিন্তা নেই , আজকের টিউটোরিয়াল আমরা কীভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন , স্টেপ বাই স্টেপ বুঝানোর চেষ্ঠা করব।
কিভাবে একটি প্রফেশনাল youtube চ্যানেল 2021 খুলবেন?জেনে নিন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম গুলো স্টেপ বাই স্টেপ:-
আমরা স্টেপ বাই স্টেপ সব আলোচনা করব, যাতে চ্যানেলটি তৈরী করতে আপনার সমস্যা না হয়
প্রত্যেকটি স্টেপ ভালো ভাবে ফলো করলে আপনি খুব সহজেই একটি youtube চ্যানেল 2021 খুলে ফেলতে পারবেন।
১. গুগলে গুগল/ জিমেইল (Gmail) একাউন্ট তৈরী করুন-
একটি ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনার থেকে অবশ্যই একটি গুগল/জিমেইল(Gmail) একাউন্ট থাকতে হবে। যদি ঐ জিমেইল (Gmail)/গুগল একাউন্টটি আপনার আগে থেকে থাকে তাহলে আপনাকে আর নতুন করে জিমেইল(Gmail)/গুগল একাউন্ট তৈরী করতে হবে না। আপনার যদি জিমেইল একাউন্ট থাকে তাহলে আপনি গুগলের সব প্রোডাক্ট বা সার্ভিসেস গুলি ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের সবার গুগলের একউন্ট আছে। আর যদি না থাকে তাহলে নিচের স্টেপ গুলো ফলো করে খুব সহজে বানিয়ে নিন জিমেইল (Gmail)/গুগল একাউন্ট ঃ-
আপনার কম্পিউটার/মোবাইলে যে ব্রাউসার ব্যবহার করেন তা ওপেন করুন।
এবার গুগলে ওপেন করে ডান দিকে উপরে নীল রং এ sing.in লেখা আছে, সেখানে ক্লিক করুন।
একটা নতুন পেজ খুলবে আপনার gmail id থাকলে দিয়ে দিন। আর না থাকলে নিচে Create account ক্লিক করুন।
একটা নতুন পেজ খুলবে সেখানে আপনার নাম,নতুন ইমেইল আইডি পাসওয়ার্ড দিয়ে ফর্মটি ফিলাপ করুন।
তার পর next এ ক্লিক করুন,এখানে আপনার মোবাইল নম্বর,লিঙ্গ,আর জন্ম তারিক টা দিয়ে দিন,তারপর next এ ক্লিক করুন।
এবার আপনার মোবাইল নম্বর ভেরিফাই করার জন্য OTP সেন্ড করে দিন OTP গেলে ভেরিফাই করে গুগল terms & conditions একসেপ্ট করে দিন,তাহলে আপনার গুগলে একাউন্ট বা জিমেইল একাউন্ট খুলে যাবে।
২. ব্রাউজার থেকে ইউটিউব খুলে সাইন ইন করুন ঃ-
আপনার কম্পিউটারে ব্রাউজার ওপেন করে youtube.com লিখে সার্চ করলে youtube এর সাইটটি চলে আসবে।
এরপর আপনি ইউটিউবে প্রবেশ করে দেখতে পারবেন যে সবার উপরে ডান দিকে কর্ণারে sing.in লেখা দিয়ে একটি বক্স আছে । ঐ বক্সটিতে ক্লিক করুন।
sing.in বাটনে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি sing.in ইন্টারফেস চলে আসবে। যদি আপনার আগে থেকে জিমেইল(Gmail)/গুগল একাউন্ট সাইন ইন করা থাকে তাহলে শুধু পাসওয়ার্ড দিয়ে next এ ক্লিক করলে আপনি sing.in হয়ে যাবেন। আর যদি আপনার আগে থেকে জিমেইল(Gmail)/গুগল একাউন্ট সাইন ইন করা না থাকে তাহলে আপনাকে প্রথমে জিমেইল(Gmail)/গুগল id দিয়ে next এ ক্লিক করতে হবে।
এরপরের স্টেপ হলো জিমেইল(Gmail)/গুগল id পাসওর্য়াড দিয়ে next এ ক্লিক করতে হবে ।
sing.in হওয়ার পর আপনি পুনরায় আপনার youtube এ প্রবেশ করতে পারেবন। এখন দেখতে পারবেন যে, আপনার youtube এর সাইটটিতে সবার উপরে ডান দিকে কর্ণারে আপনার প্রোফাইলের একটি ছবি দিয়ে একটি গোল আইকন থাকবে । উক্ত আইনকটিতে ক্লিক করুন।
এবার নিচের ছবির মত একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখন আপনার youtube চ্যানেলের নাম দিয়ে তার নিচের বক্সটিতে ক্লিক করে create এ ক্লিক করুন।
Congratulations এবার আপনার প্রথম ইউটউব চ্যানেলটি তৈরী হয়ে গেছে।
এবার শুধু channel টির customize করলে,চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য প্রস্তুত থাকুন।
আপনার ব্র্যান্ড একাউন্ট তৈরী হয়ে গেলে ইউটিউব কর্তৃপক্ষ আপনার একাউন্টকে ভেরিফাই করার জন্য বলতে পারে sms বা voice call দ্বারা।
যদি ভেরিফাই করার জন্য বলে তাহলে করে নিন নাহলে আমি নিচে কিভাবে ভেরিফাই করবেন সেটাবলে দিবো।
আপনার ব্র্যান্ড একাউন্ট তৈরী হয়েগেলে আপনি চ্যানেল dashboard পেজে চলে আসবেন। যেখানে আপনি দুটো options দেখতে পাবেন Customize Channel & Manaze Video
Customize Channel এ ক্লিক করার পর প্রথম যে ইন্টারফেস টি তার মধ্যে প্রথমে বাম পাশে profile option এরপর ডান দিকে Channel customization
এবার আপনি Branding এ ক্লিক করুন এবং আপনার চ্যানেলের profile picture, Banner image, Video Watermark upload করে দিন যাতে আপনার চ্যানেলটি যখন কেউ ভিউ করবে তখন বুঝতে পারে যে, চ্যানেলটি কীসের অথবা কোন অথরাইজের।
এবার আপনি Basic info এ ক্লিক করুন এবং আপনার চ্যানেলের Channel name and Description, Language, Channel Url, link , Contact info দিয়ে দিন যাতে আপনার চ্যানেলটি আরও বিস্তারিত ভাবে প্রকাশিত হবে
এরপর নিচের ছবির মত একটি ইন্টারফেচ চলে আসবে। এইখান থেকে বাম পাশে আপনার প্রেফাইল আইকন থাকবে এবং এর নিচে প্রোফাইল অপশন থাকবে । ঐ খান থেকে setting এ ক্লিক করলে
তারপর setting এ ক্লিক করার পর একটি পপ আপ খুলবে Channel অপশনে গিযে আপনার ইউটিউব চ্যানেলের কেওয়ার্ড দিতে হবে যার মাধ্যমে আপনার সিলেক্টেড অডিয়েন্সরা যখন কোন একটি ভিডিও খুজবে তখন যাতে আপনার ভিডিওটি সবার আগে শো করবে।
আসা করি ,আপনারা যদি এই স্টেপ গুলো ভালো ভাবে ফলো করেন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে কোনো সমস্যা হবে না।
এছাড়া আপনারা ইউটউব থেকে ও সাহায্য নিতে পারেন ওখানে অনেক গুলো ভিডিও পেয়ে যাবেন যদি কোথাও কোনো সমস্যা হয় চ্যানেল বানাতে।তাছাড়া আপনাদের কোরকম সমস্যা বা জিগ্গাসা থাকলে নিচে কোমেন্ট করেন আমি রেপ্লায় দেয়ার চেষ্টা করবো।












ধন্যবাদ ভাই
উত্তরমুছুন