অনলাইনে অনেক মাধ্যম দিয়ে আয় করার যায়। আপনার যদি কোন দক্ষতা থাকে সেটি বিষয়ে হোক না কেন তা দিয়ে আপনি অনলাইনে আয় করতে পারবেন। যেমন- গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, স্যোস্যাল মিডিয়া মার্কেটিং, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোইসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি, ওয়েব ডেভেলপার ইত্যাদি । এই গুলোর মধ্যে যদি আপনার কয়েকটি দক্ষতা থাকে তাহলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। এমন কিছু সাই আছে যেই গুলোতে উপরের কাজ গুলো যদি আপনি জানেন তাহলে ভালো মানের আয় করতে পাবেন।
সাইট ঃ-
- Fiverr
- Upwork
- Freelancer
- people per hour
- 99 design
এই সব সাইটে প্রচুর পরিমানের কাজ থাকে । আপনি যদি এই সাইট গুলো ত কাজ করেন তাহলে আপনি আয় করতে পারবেন।
অনলাইনে আপনি এই রকম অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, তবে সঠিক সাইটটি খুজে পেতে আপনাকে অনেক কষ্ট করতে হবে যা আমি সহজেই এখানে উল্লেখ করে দিচ্ছি।
কোনো বিনিয়োগ ছাড়া আয় করা সহজ নয়, তবে যদি আপনি আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেন তবে আপনার কাছে এই কাজ একদমই সহজ। নিচে অনলাইনে আয় করার সাইট দেওয়া থাকলোঃ
- গুগল অ্যাডসেন্স - আপনি যদি কোনও ব্লগ সাইট শুরু করতে এবং অর্থ উপার্জন করতে চান যেখানে আপনি মানসম্মত কনটেন্ট প্রকাশ করবেন এবং যা দেখার মাধ্যমে আপনার প্রতিমাসে ভাল ট্র্যাফিক থাকে, তবে আপনি সহজেই গুগল আদসেন্সের মাধ্যমে আয় করতে পারেন। আপনি শুধু গুগল অ্যাডসেন্সএ একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর, গুগল আপনাকে একটি কোড দিবে যা আপনি আপনার সাইটএ ব্যবহার করবেন। এরপর থেকে আপনার সাইট এ দেখা লোকগুলো যদি ওই অ্যাড দেখে তাহলে তার থেকে একটি অংশ আপনি পাবেন উপার্জন হিসেবে।
- অর্থ উপার্জন করুন Media.net এর মাধ্যমে - Media.net ও গুগল অ্যাডসেন্স এর মত একটি অনলাইন বিজ্ঞাপন সাইট। আপনি এখানে বিজ্ঞাপন এর মাধ্যমে আপনার সাইটটি সবার নিকট পরিচিত করতে পারবেন এবং এটা ব্যবহার করে অর্থ উপার্জনও করতে পারবেন।
- অর্থ উপার্জন করুন অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে - এই ইন্টারনেট এর জগতে আপনি বিজ্ঞাপন ও প্রকাশ ছাড়াও ই-কমার্স এর মাধ্যমেও অর্থ উপার্জন করতে পারবেন। যার অন্যতম একটি মাধ্যম হল অ্যামাজন। অ্যামাজনের মাধ্যমে আপনি সহজেই অর্থ উপার্জন করতে পারবেন শুধুমাত্র একটি ওয়েবসাইট বা ব্লগসাইট এর মাধ্যমে। অ্যামাজন এর প্রোডাক্টগুলো শুধু আপনি আপনার ওয়েবসাইট এ পাবলিশ করবেন এবং যেই লিংক থেকে যদি কেউ প্রডাক্ট ক্রয় করে তবে আপনি উপার্জন করতে পারবেন।
- ফ্রিল্যান্সার হয়ে উপার্জন করতে পারবেন - আপনি খুব অল্প সময়ে ফ্রিলান্সার হয়ে অর্থ উপার্জন এ সক্ষম হবেন। এখন প্রায়শই দেখা যায় অনেকেই ফ্রিল্যান্সার হয়ে অর্থ উপার্জন করছে। আসলে ব্যাপারটি খুবই সহজ। আপনি কোনোও একটি বিষয়ে শিখে সেটি Fiverr.com রকমের ওয়েবসাইটে প্রকাশ করে অর্থ উপার্জন করতে পারবেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন