ফ্রিল্যান্সিং (Freelancing) কী ?
ফ্রিল্যান্সিং (Freelancing) এর অর্থ হলো স্বাধীন বা মুক্তপেশা। ফ্রিল্যান্সিং হল ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার দিয়ে নির্দিষ্ট টাকার বিনিময়ে অন্যের কাজ করে দেওয়ার মাধ্যম কে ফ্রিল্যান্সিং বলা হয়।
আরও বলা যায় যে, নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করা কে ফ্রিল্যান্সিং (Freelancing) বলে। ফলে মুক্ত পেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন। এ পেশার মাধ্যমে অনেকে প্রচলিত চাকরি থেকে বেশি আয় করে থাকেন, তবে তা আপেক্ষিক।
ফ্রিল্যান্সিং এ দুইটা দিক থাকে বায়ার বা ক্লায়েন্ট এবং অন্যটা সেলার বা ফ্রিল্যান্সার পক্ষ। ১৯৯৮ সালের দিকে প্রথম ফ্রিল্যান্সিং শুরু হয় প্রথমে তেমন জনপ্রিয়তা না থাকলেও পরবর্তীতে আস্তে আস্তে অনেক জনপ্রিয়তা লাভ করে Freelancing. ফ্রিল্যান্সিং এ আপনি যতটুকু পরিশ্রম দিবেন ততই সফলতা লাভ করবেন।
ফ্রিল্যান্সিং (Freelancing) এ এমনঅনেক ক্যাটাগরি রয়েছে যা দিয়ে আপনি কাজ শুরু করলে একটি ভালো মানের আয় করতে পারবেন।
তবে অবশ্যই আপনার ঐ ক্যাটাগরির ওপর পর্যাপ্ত পরিমাণ দক্ষতা থাকতে হবে।
যেমন- গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এস ই ও, ডাটাএন্ট্রি, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, এনিমেশন, ইউআই/ইউএওক্স ডিজাইন ইত্যাদি।
প্রতিটা ক্যাটাগরি তেই পর্যাপ্ত পরিমাণ কাজ
রয়েছে এবং থাকবে। তবে আপনি যেই কাজটা শিখবেন সেটাতে আপনাকে অবশ্যই এক্সপার্ট এবং দক্ষতা হতে হবে।
কারণ কোনো ব্যক্তি আপনাকর কাছে অর্থের বিনিময়ে কাজ করিয়ে নিবে, সুতরাং টাকা দিয়ে কেউ নিশ্চই খারাপ কাজ নিতে চাইবে না। আর এক্সপার্ট না হয়ে কাজে নামলে আপনি বেশি দিন এই জগতে টিকে থাকতে পারবেন না। তাই যেই কাজটাই শিখুন না কেনো, ভাল ভাবে শিখবেন তার পরেই মার্কেটপ্লেসে নামবেন।
এবার হয়তো বুঝতে পেরে ফ্রিল্যান্সিং কী ? এখন আপনাকে সিদ্ধান্ত
নিতে হবে যে, আপনি কোন কাজটি করবেন ফ্রিল্যান্সিং (Freelancing)
শুরু করতে।
কোন ফিল্ড নিয়ে ফ্রিল্যান্সিং কাজ শুরু করবেন ?
এখন ভাবছেন কি নিয়া ফ্রিল্যান্সিং করবেন এবং কোন কাজটা আপনার জন্য ভালো হবে এর উত্তরে এখানে একেক জন একেক রকম মতামত বলবে। তাহলে আপনি কোনটা করবেন?
আপনি সেই কাজটি করবেন যেটা আপনার ভাল লাগে বা আপনি যেই কাজটির প্রতি
ইন্টারেস্ট বেশি এবং যে কাজ করলে আপনি এই কাজ থেকে একটি ভালো মানের আয় করতে
পারনেব। আর আপনি সেই কাজটাই শিখবেন যেটা আপনার কাছে ভাল লাগে এবং আপনি যেই কাজটি উপভোগ করতে পারেন। কারণ মানুষ যেই দিকে বেসি উৎসাহিত হয় তাকে সেই কাজ দিলে সে খুব আনন্দের সাথে কাজটি খুব ভাল ভাবে সম্পাদন করতে পারে। আর অপছন্দের কোন কাজ দিলে সেটা উপভোগ করা যায় না এবং কাজটি ভাল ভাবে সম্পাদন করা যায় না। এটাই মানুষের স্বভাব বা নিয়ম । তাই নিজের ভাল লাগাকে প্রাধান্য দিন এবং সেই কাজটি শেখা শুরু করুন তাহলে ইনশা আল্লাহ তারাতারি সফল হতে পারবেন।
ফ্রিল্যান্সিং কাজরে কিছু ক্যাটাগরি ঃ-
রেফারেন্সঃ
১.
Freelancer.com এ সব ফিল্ড গুলোঃ
https://www.freelancer.com/hire/allskills
টপ ফিল্ড গুলোঃ
Data Entry
Logo Design
Graphic Design
Website Design
Mobile Phone
Translation
Software Development
HTML
PHP
Internet Marketing
WordPress
Articles
SEO
CSS
Photoshop
Software Architecture
Excel
Android
গ্রাফিক্স ডিজাইনিং, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশান ইত্যাদি স্কিল ডেভেলপমেন্টের জন্য
10 Minute School Skill Development Lab নামে ১০ মিনিট স্কুলের রয়েছে একটি ফেইসবুক গ্রুপ। গ্রুপে জয়েন করুন!
২.
Upwork এ সব ফিল্ড গুলোঃ
https://www.upwork.com/i/freelancer-categories/
ফিল্ড গুলোঃ
Android
Developers
AngularJS
Developers
Bookkeepers
C#
Developers
Content
Writers
Copywriters
Customer
Service Representatives
Data
Entry Specialists
Email
Marketing Consultants
Excel
Experts
Facebook
Marketers
Graphic
Designers
iOS
Developers
JavaScript
Developers
jQuery
Developers
Mobile
App Developers
Objective-C
Developers
PHP
Developers
Python
Developers
Sales
Consultants
SEO
Experts
Social
Media Consultants
Swift
Developers
Technical
Writers
UI
Designers
UX
Designers
Virtual
Assistants
Web
Designers
WordPress
Developer
Writers
যখন আপনি খুব ভাল ভাবে শিখে ফেলবেন বা আত্মবিশ্বাস এর সাথে বলতে পারবেন যে আপনি কাজ করতে সক্ষম তখন আপনি মার্কেটপ্লেসে একাউন্ট করে কাজ শুরু করবেন। অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেস আছে ফ্রিল্যান্সিং করার জন্য।
নিচে কিছু ভালো মানের ফ্রিল্যান্সিং (Freelancing) মার্কেটপ্লেসে এর নাম
দেওয়া হল। আপনারা চাইলে আপনাদের কাজগুলো এখাতে করতে পারেন।
1.
Fiverr.com
2.
Upwork
3.
Freelancer.com
4.
people
per hour
5.
99designs
6.
www.guru.com
7.
belancer.com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন