হয়তো আপনার টাইটেল দেখে বুঝে গেছেন যে, আজকে
আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব।
হয়তো আপনার এটাও জানেন যে, বর্তমান যুগে
ইউটিউব এমন একটি ডিজিটাল প্লাটফর্ম যেখানে পুরো বিশ্ব চলে এসেছে হাতের মুঠোয়। ইউটিউবের
মাধ্যমে আপনি কি না করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে, টাকা আয় করার একটা
বেস্ট প্লাটফর্ম হল ইউটিউব।
আপনার হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে, কিভাবে একটি প্রফেশনাফ ইউটিউব চ্যানেল খুলতে
হবে। আমি আমার গত ব্লগে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যদি এখনো ঐ ব্লগটি
দেখে না থাকেন তাহলে নিচের লিংকে ক্লিক করুন।
https://shantotechbd.blogspot.com/2021/04/2021.html
ইউটিউব চ্যানেল তো খুলা শেষ। এবার ভিডিও
আপলোডের পালা। একজন ভিডিও তৈরির পিছনে যে কষ্ট , যে পরিশ্রম লাগে তা শুরু একজন ভিডিও
কন্টেন্ট ক্রিয়েটাররাই জানে অর্থাৎ যারা ভিডিও তৈরি করে তারাই বুঝে। সাধারণ মানুষ এটি
কখনোই বুঝতে পারবে না কারণ তারা শুধু ভিডিওটি দেখে, কিন্তু কীভাবে তৈরি হয় তা দেখে
না।
তাহলে এই ভিডিও করতে যে কষ্ট ও পরিশ্রম হয়,
তা তখনই স্বার্থক হবে যখন আপনি আপনার ইউটিউব ভিডিও আপনার টার্গেট করা অডিয়েন্সর কাছে পৌছায় দিতে পারবেন। তার জন্য আপনাকে
সঠিক ভাবে ভিডিওটি ইউটিউবে আপলোড করতে হবে।
ইউটিউব আগের মত নেই । আপডেট হওয়ার কারণে প্রতিবছর এর কনফিগারেশন চেঞ্জ হয় যা আরও উন্নত
মানের ফাংশন আসতে থাকে।তাহলে 2021 সালে নতুন
প্লাটফর্মে কিভাবে আপনার ভিডিওটি ইউটিউবে আপলোড করবেন। ভিডিওর টাইটেল থেকে শুরু করে
ভিডিও পর্যন্ত কীভাবে মানুষের কাছে পৌছাবেন তা নিয়ে আজকে আলোচনা করব।
আপনার ব্রাউজারে গিয়ে আপনার ইউটিউব চ্যানেল
( YouTube Channel) লগ করা থাকা অবস্থায় ডান পাশে আপনার প্রফাইলের আইকন টিতে ক্লিক
করে ঐখান থেকে YouTube Studio তে ক্লিক করুন
এবার এখান থেকে upload option এ সিলেক্ট
করব
এর পরে স্টেপ হল আপনি যে ভিডিওটি বানিয়েছেন
তা সিলেক্ট করে দেওয়া ফাইল থেকে
সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে, যেখান থেকে আপনার মূল কাজ শুরু অর্থাৎ ভিডিওটি সব ইনফরমেশন দেওয়া
- Details
Details প্যানেলে মূলত আপনাকে আপনার ভিডিওটি
সব Details দিতে হবে। প্রথমে আসে title field এই ফিল্ডে আপনি সবসময় চেষ্টা করবেন আপনি
যে ভিডিওটি আপলোড করবেন সে রিলেটেড title লিখা। একদম সহজ ভাষায় title টি লিখবেন যাতে
অডিয়েন্সরা title দেখে বুঝতে পারবে ভিডিওটি কি রিলেটেড। আপনি চাইলে title এ বাংলা ইংরেজী
দুইটিই লিখতে পাবেন তবে 100 word এর ভিতর। আর একটি বিষয় আপনি চাইলে title এর সাথে আপনার
যদি অন্য আরেকটি চ্যানেল থাকে তা উল্লেখ করে দিতে পারেবন @ দিয়ে।
এরপরের কাজ হল ভিডিওটি Discription box এ
ডিসক্রাইব করা। এক কথায় বলতে গেলে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেছেন সে রিলেটেড Discription দিবে। কোন
ধরনের আজে বাজে কথা লিখবেন। শুধুমাত্র আপনার ভিডিও রিলেটেড কথা গুলো এইখানে লিখবেন
Discription box লিখার পর এখন thumbnail upload করার পালা আপনি আপনার ভিডিও রিলেটেড যে thumbnail টি রেখেছেন তা upload করে দিবেন।
এরপর আসছে playlist আপনি যদি আপনার ভিডিওটি
কোন playlist এ রাখতে চান তাহলে ঐ playlist টি সিলেক্ট দেন।
এরপর Audience select করার পালা। আপনার ভিডিওটি
যদি 12-13 বছরের শিশুদের জন্য হয় তাহলে ১ম
অপশনটি ক্লিক করুন, আর যদি না হয় , তাহলে ২য় অপশন টি সিলেক্ট করুন।
এরপরের স্টেপে আছে paid promotion আপনি যদি আপনার ভিডিওটিত কোন sponsor নিয়ে থাকেন তাহলে বক্সটিতে টিক মাক দিতে পারেন। আর যদি না নিয়ে থাকে তাহলে দেওয়ার দরকার নাই
এরপরে আ্পনাকে ভিডিওটি কোন ল্যাঙ্গুয়েজের
তা সিলেক্ট করতে হবে। এর পাশের অপশটি আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন, আর যদি না চান
তাহরে সমস্যা নাই আপনি ঐটি কে বাদ দিয়ে এর পরের ধাপে চলে যাবেন।
এরপরের ফিল্ড গুলো ডিফল্ট রাখার চেষ্টা করনেব।
এরপর আমরা চলে আসব Category তে আপনি যে ভিডিওটি
আপলোড করবেন সেই রিলেটেড Category সিলেক্ট করবেন।
এরপর আমরা চলে আসব comments & ratings এ । এখানে আপনারা যদি চান যে, আপনাদের ভিডিওটিতে সবাই কমেন্ট করুক তাহলে “Allow all comments” টি সিলেক্ট করুন, আবার কেউ যদি আপনার ভিডিওটিতে উলট পালট কমেন্ট করে তা রিভিউ করার জন্য রাখতে হলে আপনি ২য় অপশটি সিলেক্ট করবেন, এর পরের অপশনটি হলো আপনার সব কমেন্টস হোল্ডে থাকবে, শেষ অপশনটি হলো কেউ যাতে কমেন্ট করতে না পারে।
এই সবগুলো ফিল্ড কমপ্লিট করার পর আমরা পরোর স্টেপে চলে যাবো next এ ক্লিক করে।
2. 2. Monetaization
যাদের Monetaization enable নাই তাদের হয়তো
এই প্যানেল টি শো করবে না। আর যাদের শো করতেছে তারা Monetaization enable করে দিবেন।
3. 3. Video elements
ভিডিও শেষ হবার পর লাস্ট মিনিটে একটি দুইটি
ভিডিও দেখার জন্য recommend করে তার জন্য নিচের ছবিগুলোর মত স্টেপ বাই স্টেপ ফলো করেন।
ভিডিও চলকালীন ভিডিও, আপনার চ্যানেলের প্লেলিস্ট,
চ্যানেল, লিংক দেখার জন্য ভিডিওর ডান পাশের কোনায় একটি আইকনে recommend করে তার জন্য
নিচের ছবিগুলোর মত স্টেপ বাই স্টেপ ফলো করেন।
4. 4. visibility
visibility প্যানেলে প্রথমে আপনাদে ভিডিওটি কি পাবলিশ, নাকি প্রাইভেট, নাকি আনলিস্টেড,
নাকি পাবলিক করবেন তার অপশন দেওয়া থাকবে।
এরপরের ধাপে আছে schedule দেওয়া থাকবে যে,
যেখানে আপনি আপনার ভিডিওটি কখন আপলোড করবেন তা নির্দিষ্ট করে দিতে হবে।
আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে,কিভাবে
প্রফেশনাল ভাবে ২০২১ ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। যদি আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে,
তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানাবেন।




















কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন