shanto tech bd: দেখুন, যেহেতু ছাত্র-ছাত্রীদের ইনকাম করার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে হচ্ছে, অনেক ছাত্র-ছাত্রী আছে যারা অনলাইনে ইনকাম করার জন্য খুব আগ্রহী আছে। কারণ বর্তমানে ছাত্র-ছাত্রী থাকা অবস্থায় চাকরি পাওয়া খুবই কঠিন ব্যাপার। তাই সিংহ ভাগ ছাত্র-ছাত্রীদের ইচ্ছা থাকে যে ঘরে বসেই অনলাইনে ইনকাম করবে। অনলাইন ইনকাম করার অনেক মাধ্যম আছে । আমি আমার একটি ব্লগে অনলাইন ইনকাম করার পদ্ধতি নিয়ে আলোচনা করেছি চািইলে আপনারা ঐ বিষয় সম্পর্কে জেনে আসতে পারেন।
এবার মূখ্য বিষয় হচ্ছে যে, ছাত্র-ছাত্রীদের প্রধানত পকেটমানি অথবা হাত খরচের -এর প্রয়োজন পড়ে। যা দিয়ে তারা তাদের মাসিক হাত খরচা টা চালাতে পারে এবং তার সাথে মন দিয়ে যেন পড়াশোনা করতে পারে। তাই আপনি প্লেস্টোর -এ Hatke kamai- Read shayari and earn money এই অ্যাপ টা ব্যবহার করে দেখতে পারেন। ছাত্র-ছাত্রীদের জন্য খুব ভালো একটা অ্যাপস যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ভালো একটি ইনকাম করতে পারবে মাস শেষে । টাকা একটু কম দেয়। কিন্তু এই অ্যাপস টি এমদম নির্ভরশীল একটি অ্যাপস। কোন ধরনের জালিয়াতি নেই। তবে হ্যাঁ, গুগল প্লে ষ্টোর (google play store) -এ অনেক অ্যাপ (apps) আছে যেগুলো জালিয়াতি করে, টাকা ইনকাম হবে বলে শো করে কিন্তু শুধু সময় নষ্ট হওয়া ছাড়া আর কিছুই নেই আবার আপনাকে টাকা ইনকাম হবে বলে টাকা দিয়ে ইনভেস্ট করিয়ে নেয়। কিন্তু এই অ্যাপ টা সেই দলে পড়েনা। এবার আপনি বলবেন আমি এত সিওর হয়ে কি করে বলছি টাকা পাবেন। কারণ আমি অলরেডী ২ বার পেমেন্ট পেয়েছি। আরো একবার পেতে চলেছি। আমার হাতখরচ বেশ ভালই চলছে বুঝলেন।
আসুন আপনাদের বলে দিই কি করে টাকা পাবেন -
✓ একটা শায়ারী ৫ সেকেন্ড পড়লেই ১পয়সা করে পাবেন বা শয়ারি শেয়ার করলে ২ পয়সা করে পাবেন। যেটা জমতে জমতে ৫০টাকা হলেই তুলতে পারবেন paytm বা গুগল পে তে।
প্লেস্টোর (google play store) - Hatke Kamai সার্চ করলেই অ্যাপ টা পেয়ে যাবেন। ধন্যবাদ।
আপনারা যদি এইরকম আরও অনলাইন ইনকাম করার পদ্ধতি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের জন্য আমি অবশ্যই আরও অনলাইন ইনকাম পদ্ধতি নিয়ে হাজির হবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন