বর্তমান যুগে আমরা এমন সব দক্ষতা থেকে অজ্ঞাত আছি যা, এই প্রযুক্তি যুগে আমাদের জানা দরকার। বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং (Freelancing) এর চাহিদা ব্যাপক। বিভিন্ন সময় বিভিন্ন কারণে চাকুরী থেকে বঞ্চিত থাকায় এর বিপরীতে ফ্রিল্যান্সিং (Freelancing) বিপুল পরিমাণে চাকুরীর ঘাটতি মিটাতে খুব বড় পরিমাণের অবদান রাখছে। এখনকার দিনে সবাই অনলাইন ইনকাম করতে চাই । অর্থাৎ বাইরে বের না হয়ে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করার ব্যাপুল চাহিদা রয়েছে। অনলাইন ইনকামের জন্য সবচাইতে ভালো মাধ্যম হলো ফ্রিল্যান্সিং (Freelancing) । বর্তমান সময়ে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বয়স্ক লোক এই ফিল্ডে কাজ করতেছে। ফ্রিল্যান্সিং (Freelancing) ফিল্ডে কাজ করতে হলে অনেক চেষ্টা ও ধৈর্য্য সহকারে লক্ষ্য রেখে সামনের দিকে এগোতে হয়। এখানে অনেক সময় সাপেক্ষ এবং প্রচুর ৈধৈর্য্যর ব্যাপার রয়েছে।
ফ্রিল্যান্সিং (Freelancing) ফিল্ডে এমন অনেক কাজ রয়েছে , যেগুলোর মাধ্যমে আপনি একটি ভালো দক্ষতা অর্জন করে অনলাইনে টাকা ইনকাম করতে পারেন।
* ফ্রিল্যান্সিং (Freelancing) কী ? কোন ফিল্ড নিয়ে ফ্রিল্যান্সিং কাজ শুরু করবেন ?
ফ্রিল্যান্সিং (Freelancing) ফিল্ডের মধ্যে একটি অন্যতম ফিল্ড হলো ওয়েব ডিজাইন । ওয়েব ডিজাইন হলো আমরা মূলত কোন ব্রাউজার ওপেন করে কোন কিছু সার্চ করার পর যে ওয়েব সাইট টি আসে তার ডিজাইন ওয়েব ডিজাইন বলা হয়। আপনি ওয়েব ডিজাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্যাটাগরির ওয়েব সাইটের ডিজাইন করতে পারবেন। তবে তার জন্য আপনাকে কোডিং শিখতে হবে। কিছু কোডিং এর মাধ্যমে আপনি ওয়েব ডিজাইন শিখতে পারবেন। ওয়েব ডিজাইন শিখতে কত দিন সময় লাগে তা নির্দিষ্ট ভাবে বলা সম্ভব না, এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার চেষ্টার ওপর। আপনার যদি লক্ষ্য স্থির থাকে তাহলে আপনি অবশ্যই ওয়েব ডিজাইন সম্পূর্ণ ভাবে শিখতে পারবেন কম সময়ে। কিন্তু আপনি যদি মাঝখান গেপ রেখে রেখে শিখার লক্ষ্য স্থির করেন তাহলে আপনার অনেক সময় লেগে যাবে এবং আপনার শিক্ষাটাও প্রফেশনাল ভাবে হবে না। আপনি যদি একজন ভালো মাপের ওয়েব ডিজাইনার হতে চান তাহলে আপনার ২-৩ বছর লাগবে। তবে কিছুটা নির্ভর করবে আপনি প্রতিদিন কতক্ষন সময় দিবেন তার উপর। যদি প্রতিদিন ৪-৫ ঘন্টা সময় দেন তবে ১বছরের মধ্যে মোটামুটি শিখতে পারবেন।
আপনার যদি লক্ষ্য স্থির থাকে তাহলে আপনি নিজেই নিজেই ওয়েব ডিজাইন শিখে ফেলতে পারবেন।
যাই হোক, আপনি নিজে নিজে ওয়েব ডিসাইন শিখতে চাইছেন মানে আমি ধরে নিচ্ছি আপনি অপারেটিং সিস্টেম, গুগল, সফটওয়্যার ডাউনলোড ইনস্টলেশন ইত্যাদি দ্বারা পরিচিত এবং দক্ষ। এখন আপনার থেকে নিচের সব জিনিস গুলো দরকার -
১. অদম্য ইচ্ছাশক্তি ও চেষ্টা
২. একটি কম্পিউটার / মোবাইল
৩. ইন্টারনেট
উপরের জিনিস গুলো থাকার পর আপনাকে কোডিং সম্পর্কে পুরোপরি ধারণা থাকতে হবে, যার মাধ্যাযমে আপনি কোডিং করে একটি ওয়েবসাইটের ডিজাইন করতে পারবেন। তার জন্য আপনাকে যা যা কোডিং শিখতে হবেঃ
১. HTML
২. CSS
৩. JavaScript
উপরের তিনটি অবশ্যই শিখতেই হবে।
এরপর ওপরের তিনট পরিপূর্ণভাবে শিখার পর নিচের গুলি সম্পর্কেও আপনার দক্ষতা থাকতে হবে।
১. WordPress
২. PHP
৩. Bootstrap
৪. Sass
৫, Photoshop
এখন কথা হচ্ছে আপনি ওপরের কোডিং বা সফটওয়্যার গুলি নিজে নিজ কেমনে শিখবেন ?
দেখুন , ইন্টারনেট এমন একটি মাধ্যম যেখানে আপনি আপনার সব প্রশ্নর উত্তর পেয়ে যাবেন কোন ধরনের টাকা খরচ ছাড়াই। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, টেকনোলোজি ওয়েবসাইট, ইনফরমেশন ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোন কিছুই সম্পর্কে জানতে পারবেন। নিজে নিজে ওয়েব ডিজাইন শিখার ক্ষেত্র্রে আপনি নিচের মাধ্যম গুলো ব্যবহার করতে পারবেন।
১. ইউটিউব (Youtube)
ইউটিউব (Youtube) এমন একটি মাধ্যম যেখানে আপনি আপনার সব ধরনের প্রয়োজনীয় তথ্য পাবেন। ইউটিউব (Youtube) এমন অনেক চ্যানেল আছে যেগুলোতে ওয়েব ডিজাইন কোর্স আছে। আপনি যদি কয়েকটি প্লে-লিস্ট ধরে ধৈর্য্য সহকারে দেখে দেখে প্রাকটিস করেন তাহলে আপনি নিজেই নিজেই ওয়েব ডিজাইন শিখতে পারবেন। আমি কয়েকটি ইউটিউব (Youtube) চ্যানেলের নাম বলছি যেগুলো থেকে আপনি বিগেনার থেকে শুরু করে এডভান্স লেভেল এর ওয়েব ডিজাইন শিখতে পারবেন।
কেন দেখবেন ? এই ভিডিও গুলি বানানো হয়ছে ফ্রীলাঞ্চিং অভিজ্ঞতা থেকে ।
HTML Bangla Tutorial: HTML Bangla Tutorial - YouTube
CSS Bangla Tutorial: CSS Bangla Tutorial - সিএসএস বাংলা টিউটোরিয়াল
Elementor Page Builder Tutorial: Elementor Page Builder - YouTube
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন : https://youtu.be/fi0615d4h04
বুটস্ট্রাপ: https://youtu.be/SzaWRb-Mm_M
২. ফ্রি কোডিং ওয়েবসাইট
আপনি নিজে নিজ ওয়েব ডিজাইন শিখতে পারেন বিভিন্ন ফ্রি কোডিং ওয়েবসাইটের মাধ্যমে । এইসব ওয়েবসাইটে
.
Hyper Text Markup Language (HTML)
নিচের ওয়বসাইট গুলোতে বেশ ভাল মানের টিউটোরিয়াল রয়েছে। এগুলো থেকে ধারাবাহিক ভাবে আপনি শিখা শুরু করলে খুব ভালো ভাবেই ওয়েব ডিজাইন শিখতে পারেন। শিখবেন কিভাবে শুধু রিডিং পড়ে পড়ে ? অবশ্যই না। যেই কোডটি পরবেন সেটা সাথে সাথে Visual Studio/ Progrgamming Hero এর মাধ্যমে প্র্যাকটিস করবেন।
HTML Tutorial Web Sites:
http://www.w3schools.com/html/default.asp
http://www.learn-html-tutorial.com/
Cascading Style Sheet (CSS)
CSS দুই ধরনের হয়ে থাকে ১. Internal CSS ২. External CSS এই দুই ধরনের মধ্যে অবশ্যই প্র্যাকটিস করবেন এবং শিখবেন External CSS টা আর Internal টা সম্পর্কে একটু ধারনা নিলেই হবে।
CSS Tutorial Web Sites:
http://www.w3schools.com/css/default.asp
http://www.learn-css-tutorial.com/
JavaScript
জাভাস্ক্রিপ্ট !!! জাভাস্ক্রিপ্টকে আমরা সবাই কঠিন মনে করি, কারণ এর কোডিং গুলো হাই লেভেলের এবঙ একটু ভুল হলে পুরো ওয়েবসাইট নষ্ট হয়ে যেতে পারে ? আমি কিছু নিচে ওয়েবসাইটের লিংক দিয়েছি যেখান থেকে শুধু বুঝে নিন কোনটার কাজ কি। এতে আপনি আপনার মত করে এডিট করতে পারবেন কোডগুলো। আর পর জাভাস্ক্রিপ্ট এর ফ্রেমওয়ার্ক jQuery থেকে jQuery এর টিউটোরিয়াল গুলো দেখেন কিভাবে কোন কোড ব্যবহার করতে হয়।
JavaScript Tutorial Web Sites:
http://www.w3schools.com/js/default.asp
http://www.learn-javascript-tutorial.com/
http://www.quackit.com/javascript/
Bootstrap
কোন ওয়েবসাইটকে রেসপন্সিভ এবং মোবাইল-স্পিড ডেভেলপ করার জন্য এইচটিএমএল, সিএসএস, এবং জাভাস্ক্রিপ্ট এর সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হল টুইটার বুটস্ট্রাপ।
Bootstrap Tutorial Web Sites:
WordPress:
ওয়ার্ডপ্রেস কি তা নতুন করে কিছুই বলা লাগবে না। খুবই মজার একটি জিনিস। কম সময়ে কম কষ্টে সাইট বানানো যায় এটা দিয়ে।
www.youtube.com/softtechit
৩. ফ্রি ওয়েব ডিজােইন কোর্স অনলাইন
ওয়েবসাইটের মধ্যে অনেক সাইট আছে যেগুলোতে ফ্রি ওয়েব ডিজাইন কোর্স দেওয়া থাকে । আপনি শুধু কোর্স গুলো কালেক্ট করবেন এবং ধারাবহিকতার সাথে শিখতে থাকবেন।
https://codersfoundation.com/free-course/
আপনি যদি ধৈয্য ধরে লক্ষ্য খেকে এগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনি নিজেই নিজেই ওয়েব ডিজাইন শিখতে পারবেন।
আপনার যদি ওয়েব ডিজাইন নিয়ে কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করেন অবশ্যই জানাবেন।
shantotechbd আপনার সকল প্রশ্নের উত্তর দিতে সার্বক্ষণিক উপস্থিত থাকিবে।

খুব ভালো লাগছে
উত্তরমুছুন