Boxed Width - True/False

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৩১ জুলাই, ২০২১

জাগ্রত সনাতনী যুব সংঘের নবনির্বাচিত নতুন কমিটি। আশরাফ আলী রোড। চট্টগ্রাম।

গত শুক্রবার চট্টগ্রাম থানাধীন অর্ন্তগত  জাগ্রত সনাতনী যুব সংঘের একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার মূল বিষয় ছিল জাগ্রত সনাতনী যুব সংঘের উদ্যেগে প্রতি বছরের ন্যায় যে, শ্রী শ্রী গনেশ পূজা উদযাপন হয় তার কমিটি নির্ধারণ এবং উক্ত পূজার বিভিন্ন গুরুত্বর্পূণ দিক নিয়ে তুলে ধরা।   


    জাগ্রত সনাতনী যুব সংঘ উদ্যেগে প্রতিবছরে ন্যায় বছরো শ্রী শ্রী গনেশ পূজা উদযাপন করতে যাচ্ছে উক্ত পূজা সুন্দর সার্থক সফল করার লক্ষ্যে গত শুক্রবার একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় যার সভাপতিত্ব করেছেন অত্র কমিটির সভাপতি শ্রীযুক্ত বাবু সৌরভ দাশ এবং সঞ্চালনা করেছেন আশরাফ আলী রোড জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা প্রান্ত চক্রবর্ত্তী। 


    উক্ত সভায় সকলের সম্মতি ক্রমে আশরাফ আলী রোড গণেশ পূজার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত আহ্বায়ক কমিটি ২০২১ এর ঘোষিত কমিটি মতে -  মুন্না মহাজন, আহ্বায়ক ;  অজয় দে, যুগ্ম আহ্বায়ক ; আকাশ দাশ, যুগ্ম আহ্বায়ক ; ধ্রুব মহাজন, যুগ্ম আহ্বায়ক ;  প্রান্তিক দাশ, যুগ্ম আহ্বায়ক ;  অংকন দাশ, সদস্য সচিব হিসেবে নির্বাচিত হন। 


    উক্ত কমিটির বর্তমান সদস্যরা জানান যে, উক্ত নবনির্বাচিত আহ্বায়ক কমিটি যাতে প্রতিটি কর্মকান্ডে  সুশৃঙ্খল, সুসংগঠিত গতিশীল করে গড়ে তোলার জন্য এবং উক্ত নবনির্বাচিত আহ্বায়ক কমিটি  আগামী এক বছরের জন্য বহাল থাকবে ও পরবর্তীতে এর মধ্যে সংশ্লিষ্ট নতুন কমিটি গঠন করা হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot

Pages