শান্ত দাশ, শান্ত টিচ বিডি:
বর্তমান সময়ে স্মার্টফোনের হরেক রকম ব্যবহারকারী আছেন।কেউ স্মার্টফোন দিয়ে নিজের পেশার রিলেটেড কাজ করেন, কেউ কেউ আবার তার স্মার্টফোট দিয়ে খেলেন তার পছন্দ গ্রাফিক্স গেইম। আবার এমন অনেক ব্যবহারকারীও আছেন যারা স্মার্টফোনকে টুকটাক ইন্টারনেট ব্রাউজিং ও কল আদান প্রদানের মধ্যেই সীমাবন্ধ রাখেন।
কিছুদিন আগে রিয়েলমি রেডমি ৭এ হ্যান্ডসেটের ভালো মন্দ নিয়ে আজকের এই রিভিউ।
২ গিগাবাইট র্যামের স্মার্টফোনটি দেশের বাজারের শাওমি বিক্রি করছে ১১ হাজার ৪৯৯ টাকায়।
বিস্তারিত শুরু করার আগে চলুন দেখে নেয়া যাক এর ফিচার ও কনফিগারেশন।
এক নজরে Realme 8pro
- ৬.৪ ইঞ্চি ডিসপ্লে
- স্নাপড্রাগন ৭২০ g অক্টা প্রসেসর
- ৬/৮ গিগাবাইট র্যান ও 128 গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ
- ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ও ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা
- ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
- ফোরজি সুবিধাসম্বলিত ডুয়াল সিম
প্লাস্টিক ডিজাইন
Realme 8pro ফোনটির ডিজাইনে পরিবর্তন হয়েছে। ব্যাকসাইডে প্লাস্টিক
বিল প্লেইড , দেখতে অনেক লাইটিনিং এবং প্রিমিয়াম দেখতে
প্লাস্টিক হলেও এটি গড়নে বেশ পোক্ত ও দেখতে আকর্ষনীয়। মোবইলটি ওজন প্রায়
১76 গ্রাম আকারে দেখতে অনেক বড় সাইজের ।
ফোনটির ডান দিকে দেয়া হয়েছে পাওয়ার বাটন ও ভলিউম রকার।
ম্যাট ব্লাক ও ম্যাট ব্লু- দুইটি ভিন্ন রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। স্পিকার ও চার্জিং পোর্ট নিচের দিকে দেয়া হলেও ৩.৫ মিমি অডিও জ্যাক দেয়া হয়েছে একেবারে উপদের দিকে। ফোনটির পিছনের দিকে বাম কোনায় রয়েছে ব্যাক ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ। তবে এতে নেই কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এই ফোনের সবচাইতে ভালো দিক হলো এর ব্যাটারি ব্যাকআপ। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিতে এতে দেয়া হয়েছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার সক্ষমতার ব্যাটারি। একবার ফুল চার্জে এটি অনায়েসে দেড় থেকে দুই দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।
বাজেট অনুয়ায়ী এই ফোনের পারফরমেন্স খারাপ বলা যাবে না। চলুন দেখে নেয়া যাক স্মার্টফোনের পারফরমেন্স যাচাইয়ের মানদণ্ড হিসেবে এই ফোনের বেঞ্চমার্ক স্কোর :সবমিলিয়ে এই ফোন দিয়ে বেসিক কাজগুলো অনায়েসেই সেরে নেয়া যাবে। যেমন-কল আদান-প্রদান, টুকটাক ইন্টারনেট ব্রাউজিং, হালকা মানের গেইম ইত্যাদি। তবে এই ফোন দিয়ে ভারী কোনো কাজ, মাল্টিটাস্কিং (যেমন : এক সাথে কয়েকটি সোশ্যাল মিডিয়া ও চ্যাটিং অ্যাপ ও অন্যান্য প্রফেশনাল অ্যাপ চালানো) এর আশা না রাখাই ভালো।
চমৎকার ব্যাটারি লাইফ ফোনটি চলবে রিয়েল নিজস্ব কাস্টমাইজড অপারেটিং সিস্টেম এমআই ইউআইতে। এতে দেয়া হয়েছে কোয়ালকম স্নাপড্রাগন 720জি অক্টা প্রসেসর যার সর্বোচ্চ গতি ২ গিগাহার্জ পর্যন্ত। আর গ্রাফিক্স এর জন্য রয়েছে অ্যাড্রিনো 618 জিপিউ। র্যাম দেয়া হয়েছে ৬/৮ গিগাবাইট। পারফরমেন্স ও ইউজার ইন্টারফেস
সর্বশেষ প্রযুক্তির ব্লুটুথ ও ওয়াওফাই সুবিধার পাশাপাশি দুটি সিমেই ফোরজি ব্যবহার করা যাবে।
Battery
| Battery type | Non-removable Li-Po |
| Battery capacity | 4500 mAh |
| Charging | Fast charging 50W, 50% in 17 min, 100% in 47 min (advertised) |
প্যাকিজেং, দাম ও ওয়ারেন্টি
এছাড়া Reale 8pro দাবি অনুযায়ী এই ফোনটিকে স্প্ল্যাশ প্রুফ। অর্থাৎ হালকা মানের পানির ঝাপটায় এই ফোনের কোন ক্ষতি হবে না।
ফোনের প্যাকেটে স্মার্টফোনটির পাশাপাশি একটি চার্জার, একটি ক্যাবল, ওয়ারেন্টি কার্ড ও সিম খোলার একটি পিন পাওয়া যাবে।
27,990 দামের ফোনটিতে এক বছরের বিক্রয় পরবর্তী সেবা দেবে শাওমি।
এক নজরে ভালো
- ভালো মানের ব্যাটারি ব্যাকআপ
- শক্তিশালী গড়ন
- সহজেই এক হাতে ব্যবহারযোগ্য

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন